ক্ষত পেরিয়ে
ক্ষত পেরিয়ে


ক্ষত পেরিয়ে এলাম আজ নতুন করে সই হতে ,
বন্ধুত্ব মানে না কোনো নিয়ম রীতি ।
তাই তো সখী হাজার দুঃখে তোকেই মনে রাখি ;
পেঁচার মত উদাসীনতা পালিয়ে যায় উড়ে ,
আমার প্রাণ পাখি আমার সখী থাকিস যখন আমার বাসা জুড়ে ।
কলিকলম শুকিয়ে গিয়ে , কাঁচের শিশি পড়ে রয় ,
কুড়িয়ে আমা মেঘপালক যত্নের অভাবে হয়েছে সম্পূর্ন ক্ষয়।
ক্ষততে আজ মলম দিলে এলি তুই বহু বছর পর ,
ইট সিমেন্টের বাড়িটাকে সত্যিই আজ মনে হচ্ছে ঘর ।
আঙিনা ভরা আম , জাম গাছ মেতেছে আজ উদ্দাম নাচে ,
ক্ষত গুলো শুকিয়ে গেলো যখনই তুমি ভালোবেসে এলি কাছে ।।