STORYMIRROR

Paula Bhowmik

Drama Fantasy Inspirational

3  

Paula Bhowmik

Drama Fantasy Inspirational

কৃষ্ণ নাম

কৃষ্ণ নাম

2 mins
259

কৃষ্ণনগর,গোপালপুর,কৃষ্ণগন্জ, কৃষ্ণবাটি,কৃষ্ণপুর

আছে এমন অনেক জায়গা যা তোমার নামে নাম।

সকলেই চেনে সুগন্ধি গোবিন্দ ভোগ চালের নাম, 

লোকেরা ভালোবেসেই রেখেছে এসব নাম! 

বাঙলার নদীয়াতে কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র, 

দক্ষিণের বিজয়নগরের মহারাজ কৃষ্ণদেব রায়।

রয়ে গেছে আজকের দিনেও মানুষের ভালোবাসায়। 

ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, সর্বপল্লী রাধাকৃষ্ণান, 

এসব নাম বা পদবী সবই জনপ্রিয়তার পরিণাম। 

নিত্যানন্দ, চৈতন্যও বলেছেন " হরে কৃষ্ণ হরে রাম" ।

এখনকার যুগেও কৃষ্ণ বা কৃষ্ণেন্দু প্রিয় বাঙালীর, 

তুমি নাকি দ্বাপর যুগেই ছেড়ে গেছ তোমার শরীর। 

শ্রীকৃষ্ণ, গোবিন্দ, রাখালরাজা, গোপাল, কিষণ,

অনেক নামেই ডাকেন লোকে, করেন ভজন পূজন।

নটঘট, দুষ্টু, গিরিধারী, নানা রূপেই করেছো মনহরণ,

চুপচাপ কমই ছিল সারাজীবনে তোমার চপল চরন।

রুক্মিনীর সম্মতিতে বেশ তো করেছিলে রুক্মিনীহরণ,

ছোট্ট তোমার পরের ঘরের মাখন চুরি, সাথে বন্ধুজন,

একা নয়, সকলের সাথে মিলেমিশে করেছো ভক্ষন।

মাখন খেয়ে চুপ নয়, হজম করতে খেলতে সারাক্ষণ,

ঝাঁপাঝাঁপি, সাঁতার কাটা, গরু চরানো, কালীয় দমন।

ছোটোবেলা থেকেই তো তুমি সকল মানুষের প্রিয়,

লোকে ভালোবাসতো তোমায়, করতে তুমি আকর্ষণ।

মুখে তোমার ছিল যে ভুবন ভোলানো হাসি অনুক্ষণ,

হাসি আর নিজের কাজ ও কথা দিয়ে ভোলাতে মন।

এমনকি বাঁশী হাতে তোমার ঐ বাঁকা হয়ে দাঁড়ানো,

হাসাহাসি যত করুক লোকে, দেখতে কিন্তু দৃষ্টিনন্দন।

শুধু গোপীনীদের প্রিয় ব্যাপারটা মোটেও নয় এমন,

তুমি অনেকেরই প্রিয়, তোমায় ভালবাসে সর্বজন।

জনপ্রিয়তার কারণেই হয়তো কিছু শত্রু ছিলেন,

যুদ্ধে ওঁদের পরাস্ত করতে তোমার কেটে গেল জীবন।

যুধিষ্ঠিরের স্নেহ, অর্জনের বন্ধুত্ব, দ্রৌপদীর সখা,

নানা বিপদে সময়মতো তুমি তাঁদের দিয়েছিলে দেখা।

তুমিই তো সরল মনের বালকের মধুসূদন দাদা,

সকলের পাপ হরণ করো, মন করে দাও সাদা।

সকল কাজে নিখুঁত তুমি চতুর কিংবা বুদ্ধিমান,

তোমায় না ভালোবেসে আছে কারো পরিত্রাণ ?

কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুকে বলা তোমার মুখের বাণী,

আজও ভারতবর্ষে, "গীতা" কে ধর্মগ্রন্থ বলে মানি।

খুঁজলে পাওয়া যায় প্রায় সকল লোকের ঘরে,

গীতা আজকের দিনেও লোকে দান করে মরার পরে।

সারাজীবন ধরে যদি কেউ গীতাকে অনুসরন করে,

দুঃখ-কষ্ট নয় তার, সে শুধুই মন দিয়ে কাজ করে।

কন্ঠস্হ, ঠোটস্হ করে লাভ নেই, আত্মস্হ করা চাই,

সব জায়গায় ছড়িয়ে গেছে তোমার মধুর নামটাই।

মানুষের ঘরে, ঘরে, মন্দিরে শুধু নয় তোমার ঠাঁই।

মানুষ থেকে প্রিয় মানুষ হয়ে শেষে হয়েছো ভগবান,

প্রত্যেক মানুষের হৃদয়ে যেন হয় তোমার অধিষ্ঠান। 



Rate this content
Log in

Similar bengali poem from Drama