শেষ দেখা
শেষ দেখা


আজ আবার হলো দেখা তোমার সাথে লিফটে,
তুমি যাবে ছয়ে.. আমি... আটে
কানে তোমার head phone,chat করছো হয়তো তোমার oasis এর সাথে...
আমিও শুনছি হয়তো একই গান,বিশ্বাস রাখি এখনো telepath এ...
এত লাবন্যময়ী কখনো দেখিনি তোমায়, নীল রঙের শাড়ি, ছোট্ট একটা টিপ কপালে..
হারিয়েছি হাজার বার তোমার ওই দৃষ্টির মোহের আড়ালে..
অনন্তকাল দাঁড়িয়ে আমরা লিফটের দুই প্রান্তে
মুহূর্ত থমকে আমার দৈনন্দিন এর ভারাক্রান্তে..
হটাৎ খেয়াল হলো 5th floor এসে গেছে,একটু পরেই যে নেমে যাবে তুমি,
কতো লোক উঠলো কতো নেমে গেলো, হৃদস্পন্দন
থমকে যবনিকা অস্তগামী...
শুনেছি আর কোনো দিন দেখবো না তোমায়, অন্য কোনো সংসারে পাড়ি দিচ্ছ কাল
কলমের কালি ফুরিয়েছে আমার, নৌকার ছিড়েছে পাল..
চিরকালের মতো চলে গেলে, শব্দ শুধু লিফটের spear..
কোনো এক pink floyd গেয়ে ওঠে.. .
"We're just two lost souls
Swimming in a fish bowl
Year after year
Running over the same old ground
And how we found
The same old fears
Wish you were here".....