একা
একা


জানালার পাশে সোফায় বসে আমি,
বিকেলের সেই সুর্য আমায় ডাকে।
সিগারেটেরই ধোয়ার মাঝে চোখ,
আজ নিজেকে বড়ই একা লাগে।
মনে পরে যায় বিকেল বেলার সেই,
মন মাতিয়ে মাঠে খেলার দিন।
ব্যাট বল আর ওইকেট হাতে নিয়ে,
মাঠ দখলের ঝগড়া করার দিন।
বিকেল বেলায় স্কুলের পরে ফেরা,
চট করে কিছু খেয়ে খেলতে ছোটা।
বিশাল সে এক দায়িত্ব তা বটে,
খেলার মাঠে উইকেট টা পোতা।
সকাল বেলায় ঘুমের থেকে উঠে,
স্কুল টিউসন পড়তে যাওয়ার দিন।
তখন যে তা ভিষণ বাজে লাগে,
আজ সব কিছু চোখের কাছে ক্ষিণ।
জানালার সেই মানুষ একই আছে।
জানালার সেই বাইরেটা যে একই।
বদলেছে শুধু সময় টুকু আজ,
মনের ভিতর আজও আছি একই।
আজ যেন আর খেলার সময় নয়।
দায়িত্ব আর উপার্জনের খোজ।
সব হারিয়ে আজকে বড় একা,
বড় হয়েছি অফিস যাচ্ছি রোজ।
পড়ার মাঝে ছুটির সময় টুকু,
লাগত যেন অল্প কেন এতো।
হলে বড় পড়ার পালা শেষ,
খেলবো শুধু, বাধা মানব না তো।
প্রচুর সময় খেলার সঙ্গীহীণ,
আজ আর সেই পড়ার পালা নেই।
পড়ার মাঝে ছুটি তবু পেতাম,
কাজের মাঝে খেলার সময় নেই।
এখন শুধু ছুটে চলার দিন,
দায়িত্ব আর উপার্জনের দেনা।
না হলে যে পিছিয়ে পরবো আমি,
টাকায় খেলার সময় যায় না কেনা।
আজ আমি সেই জানলা টাকে দেখে,
ভাবি কেন বড় হলাম আমি।
ছোটো যখন ছিলাম সবার কাছে,
বড় হয়ায় হলাম অগ্রগামী।
সুর্য যেন অভিমানের রোষে,
বিকেল বেলা দেয়না দেখা আর।
সকাল বেলায় অফিস ঢোকার পরে,
বেড়োই যখন সুর্য হয়েছে পাড়।
আজ আর নেই বিচ্ছু ছেলের দল,
ব্যাট উইকেট স্টোর রুমেতে রাখা।
সময় অনেক পাড় হয়েছে আমার,
এখন আমার বড়ই লাগে একা।