স্বাধীনতা
স্বাধীনতা


তোমার স্বাধীনতা বেঁচে আছে আজ
উদ্দাম নাচে গানে ;
আমার স্বাধীনতা আজও বেঁচে থাকে
বিপ্লবীদের প্রাণে |
তোমার স্বাধীনতা অফিস ফেরত
এফ্ এল্ অফ্ শপের ভিড়ে ;
আমার স্বাধীনতা নেশা খুঁজে ফেরে-
অতুল প্রসাদের সুরে |
তোমার স্বাধীনতা, বাড়িতে মাংস
বহু-লোক সমাগম ;
আমার স্বাধীনতা সেলুলার জেল,
একা বসে অনশন |
তোমার স্বাধীনতা শপিং মলে-
ফ্রীডম সেল এর মাঝে ;
আমার স্বাধীনতা
বুড়ি বালামের রক্তের পাশে কাঁদে |
তোমার স্বাধীনতা জাতিভেদ প্রথা,
দাঙ্গা-হাঙ্গামায় ,
আমার স্বাধীনতা রবি নজরুল,
এক সুরে গান গায় |
তোমার স্বাধীনতা দুধে-ভাতে থাক
আমার আঁস্তাকুড়ে,
আমাদের ছাড়া - স্বাধীনতা তোমার-
কবেই গিয়েছে মরে |