নব জন্ম
নব জন্ম


এক হাতে ফুল অন্য হাতে ছুরি।
আজ সম্প্রীতি, কাল অস্ত্র ধরি।।
দুমুখো সাপের মতো এ কারবার
একমুখে আমি অন্য মুখ তোমার।
সত্যি কবে ধ্বংস হবে ফণা?
আমরা, তোমরা কেউ-ই থাকবো না।
থাকবে সূর্য, নতুন পৃথিবী।
"আমরা সবাই" - সম্প্রীতির এক ছবি।
বিষ বাড়ছে, বাড়ুক যত খুশি উঠবেই ঠিক জীবন অমৃত রাশি।
সেদিন আবার জন্ম নেব আমি,
বুকে আয় ভাই, বলবে নতুন তুমি।