STORYMIRROR

Manik Goswami

Drama Tragedy

2  

Manik Goswami

Drama Tragedy

কপাল লিখন

কপাল লিখন

1 min
99


কপালে নাকি ভাগ্য লেখা থাকে,

জীবন বুঝি অনুসরণ করে তাকে।

কপাল লিখন পড়ার ক্ষমতা নাই,

ভালো হবে সেই কর্ম করেই যাই। 

অবাক লাগে, যা চাই না সেটাই ঘটে যায়;

চাইলে সেটার ব্যতিক্রমই হয়।

চেষ্টা করেও বদলে যায় না লিপি,

নিষ্ক্রিয় হলে পরাজয় বিধিলিপি।

সংশোধন কিছু হতেই পারে পরিশ্রমের জোরে,

হতাশা নিয়ে কপাল লিখন পাল্টাই কি করে।

অগাধ কিছু পেয়ে গেলে সেটাই কপাল লিখন,

হেরে গেলেই অদৃষ্টের দোহাই আমরণ।

যা হচ্ছে কপাল জোরেই, মেনে নিয়েছি পথ;

প্রতিবাদ আমি করবো কোথায়, ভরসা ভবিষ্যৎ।

কপাল লিখনে দারিদ্র্য আমার রয়ে গেছে এই ঘরে,

সুখের মুখটি দেখতে পারি শুধুই মনের জোরে।

বিপদ, জ্বালার ক্ষত নিয়ে বুকে, নীরবে করেছি সন্ধি;

কপাল লিখন পরিবর্তনে, আঁটি না কোনো ফন্দি।


Rate this content
Log in

Similar bengali poem from Drama