কল্পনার বাস্তব
কল্পনার বাস্তব


শরীরে তীব্র ক্ষুধা
হাহাকার ধ্বনি স্তম্ভর নিচে লুকায়ে
কার উষ্ণতায় লাগে শিহরণ
বিন্দু বিন্দু ঘাম
অতৃপ্ত অন্তরে ঝড়ে কোন সুধা.
পরোতে পরোতে বিস্ময়ে
নিবিড় থেকে নিবিড় গাঢ় অন্ধকার
ডুবে যায় আকাঙ্খা
সুখ খোঁজে মিলনে
বাঁধাহীন শূন্যে ঘোরে কণায় কনায়.