কল্পনা এবং বাস্তব
কল্পনা এবং বাস্তব


বন্ধ ঘরে বদ্ধ মনে নিরন্তর অনুভূতিদের আনাগোনা,
রংধনু রঙের ক্যানভাস জুড়ে কল্পনাদের গল্প বোনা;
পালতোলা নৌকাতে চড়ে দিই পাড়ি নামহীন শহরে,
অগোচরে অজস্র স্বপ্ন সাজাই অবচেতন এই প্রহরে;
শুধু ভালো থাকতে চেয়ে অনন্তকাল ছন্দিত স্পন্দন,
কেবল ভালো রাখব বলেই ভালোবাসার আয়োজন।
ব্যস্ততার বুকটা চিড়ে অজুহাত পরিমাপ করে সময়,
চার দেওয়ালে বিচ্ছেদের দুঃখ করা আছে খোদাই;
সমাজের লোহার হৃদয়ের দ্রোহে নির্বাক পাথর মন,
বাস্তবে ভালোবাসার খোলস ঢাকা প্রাণহীন জীবন;
ভেতর ভেতর প্রবল সাদা-কালোর দ্বন্দ্ব হচ্ছে গাঢ়,
মহানগরীতে নিশাচর মানুষের সংখ্যা বাড়ে আরও।
বাস্তববিমুখ আমরা সবাই, আনন্দে মাতি বা খাই,
প্রতি মুহূর্তে এভাবেই কিছু না কিছুর থেকে পালাই;
রূপকথার পাতায় পাতায় সাজানো অন্তহীন পূর্ণতা,
সংসারের আনাচে কানাচে ছড়িয়ে অহর্নিশ শূন্যতা;
এই জীবনের টানাপোড়েনটা ভীষণ রকম বাস্তবিক,
তবু বাঁচে পিছুটান, আদপে সব চরিত্র নয় কাল্পনিক।