কলম ভাঙবো কাল
কলম ভাঙবো কাল


চোখের তারায় হাজার আঙুল ধেয়ে আসে ভীষণ বেগে
কালই বোধয় আসছে সময় থাকতে হবে ভীষণ জেগে
অর্ধেকটা মাটির ভিতর অর্ধেকটা জলে জিভের ডগায় অবশ অবশ মাথা যেন পায়ের তলে
মুখের রক্ত তালুতে ঢাকি প্রজন্মের হাতে নাড়ি
অগ্নি দেহ হস্তান্তর চিতায় কাড়াকাড়ি
প্রজন্মের পর প্রজন্ম জন্ম আঙুলে হাতের কামোড়
মিত্থে চেস্টা আঙ্গুলে আঙ্গুলে প্রজন্ম হস্তান্তর
আর কিছু কি লিখতে বাকি, কি আর নিবি বল,
আজ রাতেই শেষ করবো কলম ভাঙবো কাল