STORYMIRROR

Rima Goswami

Abstract Others

2  

Rima Goswami

Abstract Others

ক্লিওপেট্রা

ক্লিওপেট্রা

1 min
122

তার সুডৌল স্তন বৃন্তের গন্ধ ওরা দূর থেকে পায়

ঠিক যেন হরিণের নাভির থেকে উৎপন্ন কস্তুরী

চারদিকে ছড়িয়ে পড়েছে চারদিকে বসন্তের অঙ্গরাগ

নদীর দেহ আজ নিমজ্জিত এক কালো অভিশাপ

মিসরীয় লিপিতে রচিত কালো সেই দিনগুলো

ক্লিওপেট্রা গোধূলি শুষে না পুরুষের রক্ত শুষে সুন্দরী

আজ শতাব্দী পেরিয়েও সে মোহময়ী কারণ সৌন্দর্য

তার পুরুষখাকি পিসাচিনি রূপ জেনেও সে আদ্রিতা

বিষকন্যার সৌন্দর্যের প্রতিদ্বন্দ্বী সে নিজেই

তীব্র অথচ সূক্ষ্ম কামনা মদির চোখের চাহনি

যা কাঁপন ধরায় অতি বড় সম্রাটের বুকেও

মিথ্যার আশ্রয় নেওয়া এই মরুভূমি ভেজা রক্তে

এই মরুদেশ কোনদিন ভিজবে না মেঘপুস্পর ধারায়

কতকাল ধরে মৃত এই ভূমি জড়িয়ে একবুক শূন্যতা ।।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract