ক্লিওপেট্রা
ক্লিওপেট্রা
তার সুডৌল স্তন বৃন্তের গন্ধ ওরা দূর থেকে পায়
ঠিক যেন হরিণের নাভির থেকে উৎপন্ন কস্তুরী
চারদিকে ছড়িয়ে পড়েছে চারদিকে বসন্তের অঙ্গরাগ
নদীর দেহ আজ নিমজ্জিত এক কালো অভিশাপ
মিসরীয় লিপিতে রচিত কালো সেই দিনগুলো
ক্লিওপেট্রা গোধূলি শুষে না পুরুষের রক্ত শুষে সুন্দরী
আজ শতাব্দী পেরিয়েও সে মোহময়ী কারণ সৌন্দর্য
তার পুরুষখাকি পিসাচিনি রূপ জেনেও সে আদ্রিতা
বিষকন্যার সৌন্দর্যের প্রতিদ্বন্দ্বী সে নিজেই
তীব্র অথচ সূক্ষ্ম কামনা মদির চোখের চাহনি
যা কাঁপন ধরায় অতি বড় সম্রাটের বুকেও
মিথ্যার আশ্রয় নেওয়া এই মরুভূমি ভেজা রক্তে
এই মরুদেশ কোনদিন ভিজবে না মেঘপুস্পর ধারায়
কতকাল ধরে মৃত এই ভূমি জড়িয়ে একবুক শূন্যতা ।।
