কিস্তিমাৎ
কিস্তিমাৎ
স্বার্থপর এই দুনিয়া ছদ্মবেশে সুখী,
অচেনা মুখোশ পরা মুখে দুঃখ সেথায় পর;
প্রতিদিনের এই জীবনের দাবা খেলায় মুখোমুখি,
যেখানে শুধু তুমিই তোমার ৷
সেখানেতে তোমার ভালোতেও কালো,
আর খারাপেও সাদা, এই উল্টোচরিত দাদা,
প্রতিপক্ষ কে তা বলো,শুধোয় নির্বোধ পেয়াদা ৷
ভাবেন বসে মন্ত্রী-রাজা,দেবেন কি উত্তর!
সাদা কালো আর চলে না ,এখন সবই ধূসর!
খেলতে খেলতে জিতছ সবই ,কোথাও ভাঙে নদীর পাড় ,
দূরের লোককে আপন বানাও,হতে স্বার্থের সাঁকো পার।
দু'কূল ছাপিয়ে আসা বেনোজল,ভোলায় তোমায় পরাজয়,
হারকে হারিয়ে হবে সফল,পাবে বলো কিসের ভয় !
কঠিন হোক কিংবা সরল,পথ যেন না হয় লক্ষ্যহীন,
ভেঙে মনের অচল আগল,পথিক চলুক অন্তহীন ৷
