কী আনন্দ
কী আনন্দ
আঃ, কী আনন্দ!
গাছে গাছে কেমন রং-বেরঙের ফুল ফুটেছে!
একটু আগে মেঘটা ও দিকে ছিল, এখন এখানে!
মাটিতে বৃষ্টি পড়লে এমন সোঁদা গন্ধ হয়!
টলমল পায়ে কী রকম হেঁটে যাচ্ছে বাচ্চাটা!
খোলা মাঠে হু হু করে বয়ে যাচ্ছে হাওয়া!
ওমা, ওইটুকুন জমা জলে চড়াইটা কী সুন্দর স্নান করছে!
লেপের তলায় এত আরাম!
তরতাজা ঘাসগুলো কেমন মাথাচাড়া দিয়ে উঠেছে!
দেখতে দেখতে কেমন বহুতল উঠে গেল এখানে!
কাটা ঘুড়ি এ ভাবে দোল খেতে খেতে ভেসে যায়!
মিছিলে এত মানুষ, সবাই সবাইকে চেনে!
আকাদেমিতে রোজ রোজ পাল্টে যায় নাটক!
এত ঝলমলে দিন তো আগে কখনও দেখিনি!
আঃ, কী ভাল লাগছে!
কী আনন্দ!
যে সব কিছুতেই আনন্দ পায়, তাকে তুমি দুঃখ দেবে কী করে!