STORYMIRROR

Dola Bhattacharyya

Romance Fantasy Others

3  

Dola Bhattacharyya

Romance Fantasy Others

কিছু কি রয়ে গেল বাকি!

কিছু কি রয়ে গেল বাকি!

1 min
156

হিম ঋতু হয়ে এল শেষ। 

 অনেক টা পথ আমি পেরিয়ে এলাম। 

হয়তো বা এইবার হয়েছে সময়, 

ঝরে যাবে এ জীবন দেরি নেই আর ।

ঝরা পাতাদের দলে জাগে কানাকানি, 

আসছে নতুন দিন বসন্তের সাজে, 

সে দিন হয়তো আর থাকব না আমি ।

হেঁটেছি যেটুকু পথ তোমার সাথে, 

সেটুকু সময়, থেকে যাবে স্মৃতিতে তোমার ।

সে স্মৃতির পটে, ধুলো জমে একদিন, 

ভুলে যাবে হয়তো আমায়। 

কোনো এক বসন্তের ভোরে অঙ্গনে তোমার, 

ভোরের এক পাখি হয়ে বসব এসে, 

মুকুলিত আমের ওই শাখায়, 

হয়তো তখন, আশাবরী রাগে 

তুমি ধরবে আলাপ। 

খোলা বাতায়ন পথে রেখে দুই আঁখি, 

কে ওই মুগ্ধ প্রাণে দরশে তোমায়, 

পরশে হয়তো হিয়া সংগোপনে, 

হয়তো তোমার সুরে মিলিয়ে সে সুর 

গেয়ে যাবে গান। 

বিরলেতে বসে তুমি ভাববে তখন, 

বড় চেনা লাগে এই ভোরের পাখিরে, 

তবু কেন যায় না চেনা! 

ধরা কেন দেয় না সে পাখি! 

যে দিন হারিয়ে গেছে, হয়ে গেছে শেষ 

তবে কি কিছু আছে বাকি! 



Rate this content
Log in

Similar bengali poem from Romance