STORYMIRROR

Mahfujur Rahaman

Romance Others

3  

Mahfujur Rahaman

Romance Others

কিছু অজানা কথা

কিছু অজানা কথা

1 min
407

আমার কবিতার ছন্দে শুধু তোর ভাবনা আসে,

আমার হৃদয় শুধু ছায়া হয়ে ঘোরে তোর আশেপাশে।

পাগল এই মন তোকে দেখার নেশায় ছোটে,

মনের মাঝে জমানো স্বপ্নগুলো তোর ভাবনাতেই ফোটে।

হারিয়ে যায় আমার কথা তুই সামনে এলে,

ভুলে যাই কী বলার ছিল তোর দেখা পেলে।

শুধু বুঝিনা আমি কী করে বলবো তোকে সব,

তোর ভাবনাতেই ইচ্ছে আমার করছে কলরব।

হয়তো না বলা থাকবে আমার বলতে চাওয়া কথাগুলো,

বলার চেষ্টাতেই দিন শেষে বছর ফুরালো।

কি জানি হয়তো অনেক কিছু তোর জানা থেকে যাবে বাকি,

অজানা থেকে যাবে তোর আড়ালে তোকে আমি যে নামে ডাকি।

না বললেও তুই প্লিজ বুঝে নিস সব ইশারায়,

না প্রশ্ন করেও আমার মন আছে তোর উত্তরের আশায়।



Rate this content
Log in

Similar bengali poem from Romance