কি লুকিয়ে আছে
কি লুকিয়ে আছে
আমি জানি তুমি চলে যাবে
গেলে হয়তো আর ফিরে আসবে না
যেতে যেতে একবার
পিছন ফিরে তাকিয়ে একবার হেসো
আমার জীবনের এটাই একমাত্র ইচ্ছা
আমি তোমার হাসি
কল্পনার চোখে দেখতে দেখতে
কাটিয়ে দেব আমার সারাটা জীবন
পরম আনন্দের সঙ্গে নিশ্চিন্তে
তুমি কি জানো
তোমার ঐ হাসিমুখটার পিছনে
কি লুকিয়ে আছে
ওখানে লুকিয়ে আছে
আমার ভালোবাসা

