খেয়াল খুশি
খেয়াল খুশি


আমার আগলে রাখা মনে,
হঠাৎ এক বেখেয়ালি গানে,
আবার বর্ষা এলো শেষে,
তোমার স্মৃতির স্রোতে ভেসে।
তখন ঝাপসা বর্তমানে,
তাকিয়ে অতীত পানে,ভুলে মিথ্যে মায়ায়,
আবার খুঁজতে চেয়েছি তোমায়।
আমার মনের ইমন রাগে,
আজ দিনের শেষ অস্তরাগে,
আমি একলা আবেগ খুঁজি,
নিয়ে ধূসর জলছবি।
নাইবা এলে সাথে,
আজ অস্তাচলের পথে,তবুও অতীত স্বপ্ন দেখায়,
আবার হারিয়ে পাবার আশায়।