খেলনা
খেলনা
°ছোট্ট যখন ছিলাম আমি,
দোল খেতাম এক দোলনায়,
আশপাশ টা থাকতো ভরে,
অনেক অনেক খেলনায়।
যখন আমি ছোট্ট ছিলাম,
ছিলো খেলার সাথী,
আসতো চলে যখন তখন
খেলনা হাতাহাতি।
ভালো ছিলো ছোট্ট বেলার
সেই দিন সে সময়,
খেলনা গুলো হারিয়ে যাবে
ছিলো মনে ভয়।
