খেলার সাথী
খেলার সাথী
ছোটবেলার রোজ খেলা
হারিয়েছি সেই কবে,
বন্ধু সব খেলার সাথী
সেরকমই কি আর আছে ?
পুরানো সেই দিনগুলি আজ
বড্ড মনে পড়ে,
খুঁজবো কোথায় স্মৃতির পাতা
একলা কেমন করে ।
আজকে আমরা শূন্যে খুঁজি
আমাদের সেই প্রকৃতির খেলাঘর,
যান্ত্রিকতায় মনের ব্যথায়
দিনগুলি আজ পর।
এখন যারা কাজের মাঝে
ব্যস্ত সারাদিন,
ছেলেবেলায় তাদের ছিল
খেলার সময় সীমাহীন।
এখন যাদের ছেলেবেলা
তারা পায়'না আর সময়
দিন চলে যায় প্রযুক্তির মাঝে
আর যান্ত্রিক ভালবাসায় ।
