STORYMIRROR

Piyali Mukherjee

Abstract Inspirational

4  

Piyali Mukherjee

Abstract Inspirational

কবিতার বসন্ত 🍁

কবিতার বসন্ত 🍁

1 min
223

#অণু কবিতা

একগোছা পাতা নিয়ে আবার লিখতে বসলাম

পুরানো ডায়েরীর পরিত্যক্ত পাতা,

ফেলে আসা দিনের দিনলিপি

হয়তো সবাই তাই বলবে,

আমি নই , আমার কাছে এগুলোর অর্থ হলো

 আসলে জীবনের মানে খোঁজা।

আমার-তোমার শব্দগুলোকে আলাদা করা,

আভিধানিক ভাবে নিশ্চিত হওয়া। হয়তো

অবাক পৃথিবী আবার নতুন করে অবাক হবে

জীবনের এই তুল্যমূল্য বিচারে।

যারা ভাবে যে মানুষ বোধহয় ভীষণ দামি,

তাদেরকে ভুল প্রমাণিত করে শুধু আজ

স্বপ্ন বাঁচে, জীবন বাঁচে ‌। আসলে রক্তমাংসের শরীর

নিয়ে যে জীবন , তাই দামী।

মন দামী, ভালোবাসা দামী, বেঁচে থাকাও দামী।

অতীতের কবর খুঁড়ে বেরোনো স্মৃতিগুলো দামী,

সব কিছু নিয়েই আজ আবার লিখতে বসা,

ভাবলাম শুরু করবো আজ আবার নতুন করে...

পাতাগুলো গেল হারিয়ে,

অনুভবের অনুরোধ রইলো স্মৃতির মণিকোঠায়,   

কিন্তু এতো কবিতার ভিড়ে সেই কবিতাটা       

আর খুঁজে পেলাম না!

যেখানে কিছু পলাশ ছিল,

কিছু কৃষ্ণচূড়া ঝরে পড়ে ছিল।

এ গভীর অন্ধকারে বসন্ত কি খুঁজে পাওয়া যায়!

খেয়াল করিনি,

আমার বিছানায় কিছু আলোর অক্ষর শুয়ে আছে

অবিন্যস্ত এলোমেলো অন্ধকারের আঁচল চাপা দিয়ে।

আঁচল সরিয়ে সারারাত কবিতা বুনলাম,

আলো ফুটে উঠলো, 

জেগে উঠলো বসন্ত,

আগে যেমন লিখেছিলাম, ঠিক তেমনই রঙিন!

স্মৃতির মলিনতা আমার বসন্তকে ছুঁতে পারে নি।


(কলমে -পিয়ালী মুখোপাধ্যায়)


Rate this content
Log in

Similar bengali poem from Abstract