STORYMIRROR

Siddhartha Basu

Fantasy

3  

Siddhartha Basu

Fantasy

অান্বীক্ষিকী মননে

অান্বীক্ষিকী মননে

1 min
116


তৃষিত দহনে কামনার অনু-রনন অন্তরাল জুড়ে,

নিষেধের ভালোবাসায় মোড়া,

অধঃগমনের চৌকাঠ এ,

ইচ্ছেরা খায় লুটোপুটি কল্পনার বালুচরে।

মনকল্পিত পরী ডানামেলে ধরা দেয়,

কাঙ্খিত বাহুডোরে।

পুর্ণিমা রাতে চাঁদের ঝলসানো রূপে,

মন কাঙ্গালের অন্নক্ষুদা মেটে।

নক্ষত্রলোকে ধ্রুবতারার পথ নির্দেশিকায় শুকতারা দর্শন মেলে,

এক উঠোনময় লালিত্য গলে ঝরে..

অতৃপ্ত বক্ষ পাঁজরে।

দ্বিধাহীন চঞ্চল এলোকেশি,

রাত্রিময় অনিদ্রায় জেগেরয় খুনসুটি।

বট অশ্বত্থের গান্ধর্ব বিবাহে,

বৈদিক স্তোত্রে মাকড়শা বুনেচলে বন্ধনসুতো গাছজুড়ে,

উুলুধ্বনি দেয় ঝিঁঝিপোকা,

মেঘের ঠোঁটে সানাই এর বারতা,

ছলনা পেছু হটে অান্বীক্ষিকী গোচরে।

মন বাক্সে জমা চিঠিতে নব অঙ্কুরের ভাষা,

বাদরিয়া ঝরে নব সৃষ্টি সুরে উদ্দিপ্ত ভঙ্গিমায়।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy