STORYMIRROR

prodip dey

Action Inspirational

3  

prodip dey

Action Inspirational

কবিতা # নারী স্বাধীনতা

কবিতা # নারী স্বাধীনতা

1 min
657


আর নয় আর নয়

এবার করতে হবেই জয়।

দেশের নয় সংগ্রাম, এবার নারীত্বের সংগ্রাম, করব নর পশুকে ক্ষয়।

নাও হাতে তুলে নারী, সবাই বিজয়ের তরবারি,

ভুলে যাও সব মায়া মমতা সুখের ঘর বাড়ি।

কেটে ফেল সেই নর পশুকে মুছে যাক কাম-লোভ,

বিজয় রথের সারথি হয়ে মুছে ফেলো সব ক্ষোভ।

মা মাশি আর বোন ঠাকুমার সব পরিচয় ছেড়ে,

নারী তোমারা বাচাও নারীত্ব এই সমাজের পরে।

বিচার পাবেনা এই সমাজে বিচারক নিজে দোষী,

হাত কাঁপে তাই নরপশুদের লাগাতে গলায় ফাঁসি।

কত নির্ভয়া এই সমাজে লোভের শিকার হবে,

যতদিন তুমি রইবে নীরব এই নরকের ভবে।

আর নয় আর নয় এবার তোলো সে বিজয় হাত,

একজোট হয়ে কেটে ফেলো সেই নরপশুদের হাত।

আমরা নারী গড়তে পারি আমরাই সফলতা,

আমারা লড়েই জয় করব আমাদের স্বাধীনতা।



Rate this content
Log in

Similar bengali poem from Action