ব্যাট বলের জ্বর
ব্যাট বলের জ্বর


আমি ভারতীয়
ক্রিকেট আমার মজ্জায়,রক্তে..
বাবা ছেলের যুদ্ধ লাগাতে এই একটা খেলাই যথেষ্ট।
বাবা আজ ও কপিল জ্বরে আক্রান্ত..আর আমি?
নতুন প্রজন্ম তো..জ্বর আসে আর যায় ..
কোনো ওষুধের কম্বিনেশনই কাজে লাগে না...
ভারত পাকিস্তান ম্যাচ...কর্ম বিরতির জন্য যথেষ্ট নয়??
বিরাট থেকে সচিন আর ধাওয়ান থেকে সৌরভ,
এরা আপনার মনের ঘরে আপনার চিতাতেও যাবে
ভেবে দেখুন....
পৃথিবী গদ্যময় হোক বা আমার কবিতা ,দেশে একই রং-
Bleed Blue!!
পাশের বস্তির ঝন্টু থেকে আশফাক
আর
সুরক্ষিত কমপ্লেক্স এর রোহন থেকে মাইকেল -সব এক!
মাধ্যমটা টিভি থেকে হটস্টার হলেও,
জ্বর এখনো বাড়ছে।
আমি ভারতীয়
ক্রিকেট আমার মজ্জায়,রক্তে..