চাই সংগ্রাম
চাই সংগ্রাম


আমি সংগ্রামী, চাই সংগ্রাম
করি, নিত্য শোষণে বেড়াজাল
ছিঁড়ে ,উন্মাদ রূপে বদনাম
মুছে, বিভীষিকাময় উত্তাল
সেই সংগ্রাম চাই সংগ্রাম !
আমি দেবতা চাই যে স্বর্গ !
সেই বিভীষণ রূপী রক্তের
স্তুপে চন্ডাল হাতে খড়গ
নিয়ে, অবসান চাই শক্তের ;
চাই মানুষের তরে দূর্গ !
আমি বিপ্লবী চাই বিপ্লব !
তুলে শ্রমিকের হাতে অস্ত্র -
আজ করি ভেদ সেই পল্লব
সম অর্থলোভীর বস্ত্র ;
তুলি খানখান কলরব !
আমি প্রশ্ন : চাই সমাধান -
সেই ক্ষুদিতের তরে,সহসা
যারা দিয়াছে তোমারে সম্মান ।
বুভুক্ষু সেই মানুষের আশা,ভরসা-
নাশে ,তোমাদের সেই প্রতিদান !
প্রতিশ্রুতির আড়ালে -সর্বনাশা
তোমাদের সেই গুপ্ত
হাসি, ক্রুর হাতে যাহা সুপ্ত
কিছু অনাথেরে করে লুপ্ত ,
আজ দলিব তাহারে পদতলে
তবে এই হোক মম সংগ্রাম !
আমি সৈনিক চাই যুদ্ধ -
করি ,অনিতে নুতন উৎসব !
বহি হৃদয়ে শানিত ক্ষুব্ধ
ব্যাথা ;বেদনার মাঝে তান্ডব
করি নৃত্য । অবরুদ্ধ -
জ্বালি হৃদয়ের মাঝে খণ্ডব
ভয়ে চকিতে বন্ধ শব্দে,
সব যাতনা ভুলিয়া দ্বন্দে ,
করি কোলাহল মহানন্দে !
আজি বধিব সকল শাসকের -
তবে এই হোক মম যুদ্ধ!
আমি অবশেষে চাই অবসান
এই ধনী দরিদ্রে ব্যাবধান।
চাই রক্তলোভীর, শ্মশান
মাঝে - ধ্বনীতে বাণী যে 'সাবধান !'
আজ নিশীথের চাই উজ্জ্বল
রূপে ,শান্ত প্রভাতে কোলাহল
করি, সপিতে তাহারে প্রাঞ্জল
দেহ , পান করি সব হলাহল ।
আমি সংগ্রামী চাই সংগ্রাম !!