কবি দেখলেন
কবি দেখলেন


চারজনের কাঁধে তার মৃতদেহ 'ওরা' শ্রদ্ধেয় সমাজসেবী নির্বাচন কেন্দ্রকে করেনা সমীহ ব্যালট বক্সে জমা রাখে দাবী। পুলিশ রিপোর্ট সাংঘাতিক! ভেদ বমি হয়েছে মাত্রাধিক। কবি না হয়ে হতাম যদি শ্রমিক, বলত, 'মৃত্যটা নিতান্ত প্রাকৃতিক'। ক্রমেক্রমে ভারি হচ্ছে লাশের দেহ ক্রমশ অবাক হচ্ছে 'ওরা'! পিছনে হাঁটছে অনেক মৃতদেহ মশাল হাতে গণতন্ত্রের ইশারা। চারজন নামিয়ে রাখলো দেহ বিবেচনা করে দেখলো কেহ! একটু পার্থক্য থাক শিরদাঁড়ায়, মানুষের নাম থাক গণদেবতায়।