Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Subrata Nandi

Classics

3  

Subrata Nandi

Classics

কারণ তুমি নারী

কারণ তুমি নারী

1 min
621


তোমার অনুরাগের ছোঁয়ায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছি,

যেদিকে তাকাই শুধুই বিভিন্ন রূপে উপস্থিতি জানান দেয় সর্বক্ষণ।

যুগ যুগ ধরে অনুভবে উপলব্ধি করে চলেছি....

সৃষ্টির সাথে অঙ্গাঙ্গীভাবে প্রোথিত এই শক্তি!

কারণ তুমি নারী।


সারাক্ষণ এক অবিচ্ছেদ্য ভরসার ছাতা,

যার ব্যাপ্তির পরিসীমা আকাশকেও ছাড়িয়ে গেছে।

এই নিরবিচ্ছিন্ন নির্ভরশীল ছাদে বেড়ে ওঠা সকল প্রাণ,

একটা স্পন্দনকে রক্তে মাংসে তিল তিল করে গড়ে তোলা,

প্রাণের উৎসে জলজ সংসারে  স্থলপদ্ম যে তুমি!

কারণ তুমি নারী।


অন্ধ সমাজের কাছে নিষ্পেষিত এক অবলা চরিত্র,

দিকে দিকে চলছে অত্যাচার পদ দলন।

জন্মলগ্ন থেকে রক্ত তিলক কেটে দিয়েছে কুটিল সমাজ।

কখনো শ্লীলতাহানী বা কখনো ধর্ষিতা বা কখনো অপরিমেয় সহনশীলতা। 

কারণ তুমি নারী।


Rate this content
Log in