STORYMIRROR

Manjula Acharya

Abstract Others

3  

Manjula Acharya

Abstract Others

জয় মা দুর্গা

জয় মা দুর্গা

1 min
106

নয় দিনের জন্য নয় রূপে মা

পূজো হবে দেবী মন্দিরে 

জয় মা দুর্গা জয় মা ভবানী

রাখো মা সবাইকে সাথেরে

আতংকবাদকে নাশ করে মা

এনে দাও শান্তি দেশে 

অন্যায় অনীতি পাপ কর্মথেকে

রাখো মা বিরত শেষে

সবার মুখে হাসি দাও মা

এইটুকু প্রার্থনা তোমায় 

আকাশে বাতাসে পূজোর গন্ধ 

চারিদিক আনন্দময় 

নদীর ধারে ক্ষেত খামারে

কাশফুল করে খেলা

নির্মল নীল আকাশে মাগো

শুভ্র মেঘের ভেলা

সবুজ তনুতে ধবল চামর 

কি সুন্দর ছটা 

ভেজা শরতের রূপসী কন্যা সে 

অপূর্ব যে ঘনঘটা

আশ্বিন মাসে ধারাবতরণে

হৃদয়ে পুলক সঞ্চারে 

মাটি মাকে জানিয়ে প্রনাম 

নেব চিরবিদায়রে  ।।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract