জয় মা দুর্গা
জয় মা দুর্গা
নয় দিনের জন্য নয় রূপে মা
পূজো হবে দেবী মন্দিরে
জয় মা দুর্গা জয় মা ভবানী
রাখো মা সবাইকে সাথেরে
আতংকবাদকে নাশ করে মা
এনে দাও শান্তি দেশে
অন্যায় অনীতি পাপ কর্মথেকে
রাখো মা বিরত শেষে
সবার মুখে হাসি দাও মা
এইটুকু প্রার্থনা তোমায়
আকাশে বাতাসে পূজোর গন্ধ
চারিদিক আনন্দময়
নদীর ধারে ক্ষেত খামারে
কাশফুল করে খেলা
নির্মল নীল আকাশে মাগো
শুভ্র মেঘের ভেলা
সবুজ তনুতে ধবল চামর
কি সুন্দর ছটা
ভেজা শরতের রূপসী কন্যা সে
অপূর্ব যে ঘনঘটা
আশ্বিন মাসে ধারাবতরণে
হৃদয়ে পুলক সঞ্চারে
মাটি মাকে জানিয়ে প্রনাম
নেব চিরবিদায়রে ।।
