জুডাস
জুডাস


আমারা সবাই জুডাসকে বড় অকারণে ঘৃণা করি
জুডাস কোনো আবর্জনা নয়
বরং হীরণ্যগর্ভের মত সত্য
আমরা যারা প্রতি মুহূর্তে বন্ধু খুঁজে চলি
পিতা-মাতা, ভাই-বোন
প্রেমিক-প্রেমিকা
ধর্ম...
সবকিছুর মধ্যেই আকর্ষের ন্যায় সহস্রশীর্ষ বন্ধুতা চাই,
আর কোনো না কোনো সময় ক্লান্ত হয়ে পড়ি,
অর্থহীনতা ছুটে আসে নিজেরই পাঁজড় লক্ষ্য করে
জুডাস এক অতিবাস্তবের নাম
আমরা যারা প্রতিমুহূর্ত বন্ধু খুঁজে চলি
জুডাস সত্যি আমাদের পোড়া ঘরে জ্যোতিস্তম্ভ...