জন্ম-মৃত্যু
জন্ম-মৃত্যু
জন্ম-মৃত্যু পাশাপাশি, অথচ সমান্তরাল,
মাঝপথে জীবন নিরুদ্দেশে হেঁটে চলে;
চড়াই-উতরাই জুড়ে উত্থান আর পতন,
টানাপোড়েনেও পিছুটানরাই গল্প বলে।
ঝরে যাওয়াটাই অবশ্যম্ভাবী জেনেও
বাগান ঘিরে রঙবেরঙের ফুল ফোটে,
ঊষার আলোয় নিশ্চিত মৃত্যু মেনেও
রাতের আকাশে নক্ষত্ররা রোজ ওঠে।
জন্মলগ্ন ও পরিসমাপ্তি - সবাই একা,
মধ্যিখানে সম্মিলিত হওয়ার অভিনয়;
আগুনঘর কিংবা কবরের সমাধিতেই
অস্তগত জীবনের ইতিকাব্যের পরিচয়।।