জনগণের আন্দোলন
জনগণের আন্দোলন
জনগণের কণ্ঠে জাগে, প্রতিরোধের সুর,
আনন্দে ভাঙে শৃঙ্খল,তবুও নয় দূর।
পথে নামে লাখো প্রাণ,হাতে দৃঢ় শপথ,
শাসকের চোখে ভয়,ঝড়ের আগে স্তব্ধ।
নতুন ভোরের অপেক্ষায় জ্বলছে মশাল,
স্বাধীনতার স্বপ্ন বুনে চলছে এ চলার পথ।
