তুমি ও আমি
তুমি ও আমি
তুমি ও আমি,
এক কাপে চা চুমি,
ঠোঁটে ঠোঁট, মুখে মুখ,
চায়ে নেই নোংরামি।
শুধু এক কাপ চা,
খাবি খা, না খাবি না খা!
তৃতীয় ব্যক্তির মুখে ঘা,
সে নেই প্রতিদ্বন্দ্বিতায়,নিরীহ ছা।
চা উপলক্ষ্য মাত্র একটু বসার স্থান,
দুজনের মাখামাখিতে একাগ্রে মধু পান,
চায়ের সঙ্গে চুলের স্নেহ ভরা ঘ্রাণ,
মিলেমিশে একাকার অবুঝ দুটি প্রাণ।
চায়ের কাপটা বড়ো হলে,
সময় অনেকটা তবুও মেলে,
চোখের কোনে মনের ভাষা চলে,
রাগ,অনুরাগের পালা ভূমিকম্পে দোলে।
হাত নড়ে কাঁপে, তবুও কাপ নড়ে না!
সাক্ষী একমাত্র কাপ, কাউকে সে বলেনা,
পেটে নিয়ে খিদে,চক্ষু মুদে,দেখে প্রেমের ছলনা,
এক কাপ চা,দুটি প্রাণের খামখেয়ালীপণা।

