জাগো বাঙালি
জাগো বাঙালি
জাগো বাঙালি জাগো!!
আর কত নিদ্রা নেবে!
দ্যাখো তোমাদের সন্তানের গলার ওপর শাসকের কামড়ের দাগ।
ওরা কাঁদছে,ওরা লড়ছে
আমাদের নিজেদের ভাগের লড়াই।।
আর কত সন্তানের গলায়
এই শাসকের কামড় আসলে
তোমাদের ভাবাবে?
তোমরা চিৎকার করবে,
বলবে শাসক অনেক হল,
এবার থাম, থামরে তোরা,
তোদের চাই না মোরা।
চাই মোদের বিচার।
চাই মোদের শান্তি।
আর কত সন্তানকে তোরা এভাবেই ফেলে মারবি!!!
আর কত সন্তান মরলে বাঙালি তুই জাগবি!
