ছেলেবেলা
ছেলেবেলা
কাক ভোরে উঠে প্রার্থনা করা এসব ছিলো অভ্যেস ,
মায়ের চিৎকারে ছেলেবেলা গুলো কাটত বেশ।।
স্কুল জীবনে প্রথম বন্ধু , প্রথম প্রেম
এখন শুধু একটাই কথা বিচ্ছেদ বিচ্ছেদ।।
ছেলেবেলায় খেলতাম কতো রকমের খেলা ,
এখনো খেলি তবে এ খেলা জীবন নিয়ে খেলা।।
এখনের জীবন ভারী খারাপ , ফিরে যেতে চাই সেই পুরোনো আলাপ।।
কাটাতে চাই সেই পুরোনো বেলা , ফিরে আসুক আবার ছেলেবেলা।।
