গর্বের ভাষা বাংলা ভাষা
গর্বের ভাষা বাংলা ভাষা
জগৎ জুড়ে তার জুড়ি মেলা ভার
কতো রকম তার অক্ষর সম্ভার।
ক -তে কবি শ -তে শহীদ
চেনালো মোরে তাঁদের গীত।।
রক্ত চক্ষুকে উপেক্ষা করে
লড়েছে তারা কত দিন ধরে।।
কত গুলি, কত বোমা, কত বারুদ
ছিন্ন ভিন্ন হয়ে গেছে কত শরীর।
তবুও তারা হার মানে নি ,
মানে নি বাহুর জোরে
চাপিয়ে দেওয়া উর্দু ভাষা ।।
বেছেছে আমাদের ভালোবাসার ভাষা
গর্বের ভাষা মাতৃভাষা বাংলা ভাষা ।।
