STORYMIRROR

Manik Goswami

Romance Fantasy Others

3  

Manik Goswami

Romance Fantasy Others

জলছবি

জলছবি

1 min
306


তোমার চোখে চোখ রেখে আমি স্বপ্ন দেখতে পাই,

প্রজাপতির রঙিন পাখায় উড়তে যে মন চায়।

তোমার ঠোঁটে ঠোঁট রেখে আমি মৌমাছিটার মতো,

সুধা আস্বাদে ফুলের বুকে মধু আহরণে রত।

তোমার পায়ে পা মিলিয়ে চলতে চেয়েছি পথ,

তোমার সোহাগে ভাসতে চেয়েছি, চাইনি গো অভিমত।

তোমার হাতে হাত রেখে নিই অঙ্গীকারের শপথ,

অসীম সাহসে ভরসার সাথে এগিয়েছে জয়রথ।

তোমার কথায় কথা বসিয়ে প্রগলভতায় ভেসে,

মনের সাগরে ডুব দিতে চাই তোমার পাশে বসে।

হৃদয়ের সাথে হৃদয় মিলিয়ে একাত্ম হয়ে ভাবি,

এই তো আমার কুসুম হৃদয়ে জীবনের জলছবি।

তোমার সরল সুগন্ধি শ্বাসে জীবন বার্তা শুনি,

আমার পরানে দোলা দিয়ে যায় সমীরণ শনশনি ।

প্রেমের বাণী পূর্ণতা পাক তোমার উদার চিতে,

আমার জীবনে আলোর বিকাশ সরাবে আঁধার রাতে।


Rate this content
Log in

Similar bengali poem from Romance