জীবনের খাতা
জীবনের খাতা
জীবন খাতার প্রতিটা পাতায়,
অনেক গল্প লুকিয়ে আছে।
কিছুটা হোক প্রকাশিত,
বাকিটা থাক অপ্রকাশিত।
জানি জীবন শেষের
গল্পের পরিণতি অনুভূতিহীন।
শুরুটা ছিল রোমাঞ্চে ভরা,
ঘাত, প্রতিঘাত সে তো জীবনেরই অঙ্গ।
মাঝের জীবন ছিলো অভিজ্ঞতার আকর,
জীবনমুখী সমুদ্রের গর্ভ থেকে ,
প্রতিদিন সঞ্চয় করেছি,
একটা একটা করে মণি মানিক্য।
সাজিয়ে রেখেছি সযত্নে তাদের,
মনের খনিতে,
প্রয়োজনমতো ব্যবহার করেছি তাদের।
জানি শেষের জীবনে
সেগুলোর প্রয়োজন,বড়ই অল্প।
কিন্তু জীবনের অভিজ্ঞতার খাতা
আজ পূর্ণ কানায় কানায়।
নতুন প্রজন্ম বুঝবে না তোমার মূল্য,
প্রতি মূহুর্তে তারা জানাতে চাইবে
ঝরে পড়া পাতার মতই
মূল্যহীন তুমি আজ।
ছুটছে তারা আজ মরীচিকার পেছনে।
না বোঝার অবসান হবে
তাদের শেষ জীবনে।
জীবনের অভিজ্ঞতার খাতা তখন
থাকবে তাদের শূন্য।
তোমার অভিজ্ঞতার খাতায়,
খুঁজবে নিজেদের হারিয়ে যাওয়া অক্ষর।
