জীবন
জীবন
এই তো সেদিন এক বৈশাখের ভোরে,
আমার অক্ষম তৃষা লয়েছিলে বক্ষের পরে ।
নিদাঘক্লিষ্ট সেই মনে,
ত্রিতাপধৃষ্ট আচরণে,
ধুয়েছিলে তপ্ত মরু বালুকার বেলা,
মরুঝড়ে উড়েছিল করুণার শত অবহেলা,
অতীতের আদ্যোপান্ত স্মরণিকার চরে,
আজিকার বৈশাখ খুঁজিতেছে তোরে ।
অকাল বৈশাখী আসে কালের চরণে নিবেদিতে,
কালপুরুষের বিষাণ মেলিয়াছে আঁখি প্রলম্বিতে ।
উদ্ধত বৈভবের কৃপণ কৃপাণ মেলি' তায়,
অন্যান্য দিবসের মত অকারণ দিনগুলি যায়,
রহিয়াছে সকলি অমর অক্ষত,
তোমার করুণাধারা বহমান পরাণে সতত,
শুধু তুমি নাই এই ভোরে,
অরুণিমা প্রোজ্জ্বল সকল ব্যথিত অন্তরে,
ক্রন্দনের ভাষা নাই; নাই তাহার ভিন্নতার প্রকাশ,
চমকিত চিত্তের বর্তমান বৈদ্যুতিন মনসিজ ভাষ ,
ছিন্ন করি' করিয়াছ যুক্তিযুক্ত করে,
আজিকার নিদাঘক্লিষ্ট বৈশাখী অন্তরে।

