জীবন
জীবন

1 min

1.7K
ভাবো মানুষ ভাবো,
সময় নিয়ে ভাবো,
হাতে মোদের সময় টা কম,
কী বা নিয়ে যাব?
ছুটছি মোরা,পড়ছি মোরা,
চড়ছি জীবন-মই,
আজ যে শিশু,কাল সে বৃদ্ধ,
থামার সময় কই?
পিছন ফিরে তাকাও যদি,
দেখবে সোনার শিশুবেলা,
কোথায় সেসব দিন হারালো,
আজ যে সন্ধ্যা বেলা।
ছোট্ট মোদের জীবনবেলা,
প্রাণ ভরে স্বাদ নাও,
ভুবন ভরে খুশীর বাতাস
ছড়িয়ে তুমি দাও।