জীবন যোদ্ধা
জীবন যোদ্ধা
তোর শরীরে দেখা যায় ফুটে ওঠা বিন্দু বিন্দু জল-
ক্ষুধার্ত দেহে সুপ্ত হৃদয়ে, বাসনার ছবি আঁকি চল
, বাঁকা পথ ঘুরে, স্বপ্ন বিভরে,
উঁচু-নীচু ভূমি সমতল-ফল্গু নদী,
নীরব জ্বালা, করে যায় হিম- শীতল l
খুলে যাক পরতে পরত,
মধুকর লুটে যায় মন
-শুষে নেয় এক ঠোঁটের পরশে,
লেগে যায় শিরহণ l
রং-তুলি হাথে, কত সুখ সাথে,
খুঁজে নেয় দেহকোন-রাত শেষে হলে,
সাঁঝবাতি নেবে, নৃত্য করে জীবন l

