জীবন যখন আমাকে খোঁজে
জীবন যখন আমাকে খোঁজে


বিছানা আমার বড্ড প্রিয়
ঘুম কিন্তু আসেনা একটুও
আজকাল ঘুমানো বড্ড কষ্টের কাজ
মুঠোফোনে আছে দুচোখ
সময় বোধ জ্ঞান পেয়েছে লোপ
সর্বদা সজাগ দৃষ্টি আমার
জীবন হারিয়েছে রূপ রস তার
হারিয়ে গেছে স্বপ্ন দেখা
তবু ও আমি নই তো একা
সারা বিশ্ব আমার ঘরে
কিন্তু, আমি হারিয়েছি আমার
প্রথম জীবনের স্মৃতি চিরতরে ।