মুখোমুখি
মুখোমুখি


হোয়াটসআপে তে তুই অনলাইন
তবুও আমি সাইডলাইনে
মেসেঞ্জের তে তুই চাটিং
আমি কিন্তু আজও ওয়েটিং
ইউটিউব তে তোর আপলোড
কেবল আমিই তোর কাছে ব্যাড লুক
ইনস্টাগ্রামে তে তোর পোজ
আমিই কেবল নিখোঁজ
তোকে নিয়ে আজও স্বপ্ন দেখি
স্বপ্নের জগৎ থেকে
দুজন দুজনের মুখোমুখি।