STORYMIRROR

My Passion

Others

2  

My Passion

Others

মা

মা

1 min
157


তোমার সাথে প্রথম দেখা

তোমার জন্য পৃথিবী দেখা,

তোমাকে ছাড়া জীবন আমার,

সুখে থাকার অভিনয় করা।

কখনও আজও হয়নি বলা

খুব ভালোবাসি তোমায়,

আজও সময় আসেনি আমার

তোমাকে নিয়ে বেড়াতে যাওয়ার।

জীবন আমার ধন্য

তুমি আছো বলে-

তোমাকে অনেক কথাই বলি,

অনেক সময় দুঃখ দিয়ে ও ফেলি।

তবু, ও মাগো তোমার কাছে

আজও হয়নি চাওয়া ক্ষমা,

তোমার জন্য দোয়া,

তোমাকে নিয়ে আজকে আমার

হৃদয়ের কথা কওয়া।


Rate this content
Log in