কথা কিছু
কথা কিছু
দূরে যদি থাকিস
থাক না অনেক দূরে
কাছে যদি আসতে হয়
আয় তোর অভিনয় ছেড়ে ।
অনেক অনেক গল্প
অনেক অনেক কথা
সবকিছুর শেষে
পাই শুধু আমি ব্যাথা ।
তোর জন্য ভলোলাগা
তোর জন্য স্বপ্ন দেখা
তোর জন্য রাত জেগে
অল্প অল্প অনুভব করা।
তুই নাকি অনেক অনেক
সুখে রাখবি আমায়
প্রতিদিন তোর ব্যাবহারে
দুঃখ মোরে কাঁদায়।
তুই নাকি যত্ন নিবি
সবকিছু দিয়ে ভরিয়ে দিবি
তবুও কেনো দিনের শেষে
আমি শুধু কষ্টে মরি।
তোর কথা ভেবে ভেবে
জীবন ধন্য মনে করি
দিনের শেষে কেনো তবে
অপদার্থ শুনি আমি।