কবিতা
কবিতা
তোমাকে নিয়ে মনের কথা
লিখতে পারি না
কবিতা, তোমার জন্য আমার
কিছুই মনেই পড়ে না ।
তোমাকে নিয়ে অনেক কথা
অনেকেই লিখতে পারে
তোমার জন্য মনের কথা
গোপনে গুমরে মরে ।
তোমার জন্য অনুভূতি
তোমার জন্য এই পৃথিবী
তোমাকে নিয়ে সবাই কেমন
কল্পনার জাল বোনে ।
তোমাকে নিয়ে লিখতে গিয়ে
হঠাৎ পড়লো মনে
তুমি আমার জীবন-যৌবন
তোমাকে নিয়ে আবেগ প্রবল
তোমার কাছে সবাই আমরা
মনের কথা বলি ।