জীবন কুটুম
জীবন কুটুম


সংক্ষিপ্ত জীবন ছেয়ে ফেলে গোটা শরীর
ছেয়ে ফেলে প্রকৃতির সঙ্গম জোড় নিবিড় ।
জীবনের গহন থেকে চুপচাপ উঠে আসে
খানিক অনুভূতি খানিক আবেগ দেখার আশে
কথার সমীক্ষায় ।
জানি, প্রিয়তম । তুমি বেঁধে রেখেছো আমায়
তোমার প্রতীক্ষায় ।
আস্তো নদীর আনন্দ উছলান সাগরের স্পন্দনে
ঢেউ দিয়ে জলে বিলিয়ে দেওয়ার ব্যগ্রতায়।
জীবন কুটুম
আকাশ উপুড় কিছুটা রোদ্দুর কিছুটা বৃষ্টির মৌসুম
কিছুটা আলোভারী আর কিছুটা আঁধার রাত্রি নিঝুম ।
এই খানে পেতেছে ঘর জড়িয়ে ভালোবাসা
দিগন্তপারে ঘুড়ির মতন বেঁধে আশা নিরাশা
বুকের সিঁড়িতে একলা হৃদয় অনোন্যপায়
নিশ্বাস এক লহমায় অন্ধ বধির নিরুপায় ।
তোমার দুঃখ তোমার কষ্ট কাছে এসেছিলো
সংসারের মতো আমায় ভালো বেসেছিলো ।
তোমার নিবিড় ভালোবাসায় একচুলও ভেঙে যায়নি আমার কবিতার ব্যাকরণ
মৃত্যুর ছায়ার নীচে আজও অন্তহীন ভালোবাসা উলসে আমার সংক্ষিপ্ত জীবন ।