STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Tragedy Others

3  

শিপ্রা চক্রবর্তী

Tragedy Others

জীবন দরিয়া

জীবন দরিয়া

1 min
217


আমার একার আকাশ আজ

বড্ড মেঘলা,

নেই তার আজ আর কোনো

আলোর সঙ্গী,

উজ্জ্বল রবি নিয়েছে মন আকাশ

থেকে বিদায়,

মন আজ বিষন্নতার মোটা চাদরে বন্দী।

আর হয়না অলো আঁধারের

লুকোচুরি খেলা,

সবকিছু যেন একটু একটু

করে হচ্ছে শেষ,

মন আজ তাই বড্ড একলা,

দিতে চাই পাড়ি অচিন কোনো দেশ।

মন আয়নায় কাঁচ নেই আর স্বচ্ছ,

নিজের উজ্জল প্রতিবিম্ব

আর ওঠেনা ফুটে,

নিজেকে নিজের লাগে বড্ড অচেনা,

রঙিন স্বপ্নেরা আর ভীড়

করেনা দুচোখ জুড়ে ।

অমাবস‍্যার আঁধারে ঢেকেছে জীবন,

নেই পূর্ন চাঁদের দেখা,

তারারা আর করেনা মিট মিট,

চোর কুঠুরিতে আটকা পড়ে মন

ভীষন রকম একা।

মন আজ পেতে চায় মুক্তি,

ছিন্ন করতে চায় সমস্ত বন্ধন,

ডানা মেলে উড়তে চাই দূর দিগন্তে,

এগিয়ে যেতে চাই নতুনের পথে,

পিছনে ফেলে যা কিছু আছে পুরাতন।

শেষ থেকে করতে চাই শুরু,

মন ক‍্যানভাসে রঙিন আঁকি

বুকি চাই কাটতে,

তবুও থেকে যায় জীর্ন স্মৃতির ছাপ,

হৃদয় আবেগের কান্না পারেনা

কিছুই মুছে ফেলতে।

মনের গোপন কোনে

কষ্টেরা গড়ে আশ্রয়,

চলতে থাকে হাসি-কান্নার খেলা,

মন খারাপের সঙ্গী হয়ে ভেসে চলে,

জীবন নদীতে আমার সুখের ভেলা।





Rate this content
Log in

Similar bengali poem from Tragedy