ঝিনুক
ঝিনুক


ভালো থেকো - ভালো আছি,
সময়ের সাথে হয়তো খানিক বদলে গেছি,
তবু আমি আজও সেই তোমারই আছি।
হয়তো তুমিও বদলেছো কিছু, বদলেছে যখন সময়।
চীর নবীন স্মৃতি গুলো, ঢাকা আজও মলিন জামায়।
আমারও কিছু দেবার ছিল, বলার ছিল তোমায়!
ঝাপসা কাচ ভেদ করে, দৃষ্টি যখন দিগন্তে মেলায়,
প্রশ্ন জাগে মনে, আকাশ কি আজও বৃষ্টি নামায়?
তুমি বলেছিলে, দেখতে আসবে আমায়।
দেখলে তুমি বুঝবে আজ আর আমি কাঁদি না,
অন্ধ মায়ার বাঁধন প্রেমে আর বাঁধা পড়ি না
অযথা প্রেম নিবেদনে, নাঃ, কাউকে সাধি না।
তোমায় দেয়া প্রতিশ্রুতি, আজও ভাঙি না।
মনে কি পরে সেই রথ টানা আর গঙ্গা ভ্রমনের দিন।
তুমি বলেছিলে এসবই, আমার কাছে তোমার ঋন।
যে দিন তুমি আমায় ধরে কাঁদলে, আমার বুকে তোমার মাথা রাখলে,
সেদিন থেকে তুমি আমার,
মনে আছে তোমার?
বলেছিলে তুমি ঝিনুক দেবে,
আর মুক্ত খুঁজেনেব আমি!
খু্ব জানতে ইচ্ছা করে, কেমন আছ তুমি?
ভালো থেকো - সুখে থেকো, এটুকুই চাই আমি।