ঝড়
ঝড়
দেখো দেখো ঈশান কোণে
কালো মেঘের ঘটা
দেখতে না দেখতেই আকাশ ঘিরে
শুধুই ঘনের ছটা
মাঝে মাঝে বিজলীর চমক
হাওয়া বয় অক্লেশে,
পৃথিবী যেন দাঁড়িয়ে আছে
প্রলয়ের দ্বার দেশে ।
হুরমুড়িয়ে ভাঙলো যে ওই
কোন সে গাছের ডাল
ওরে মাঝি আর করিস না দেরি
ধর ধর কষে হাল ।
বাইরে যখন ঝড়ের নাচন
ঢুকে পড়লাম ঘরে,
নিভৃতে বসবো একটু খানি
মনকে স্থির করে ।
জানিনা কেন হল নাকো তা
মনের কোণায় ঝড়ের হাওয়া
ভাবনা মোর যত শত
উলটপালট আছাড় খাওয়া !
বাইরের ঝড় দেখে যে সবাই
ভাঙলেও যে গড়া হয় তাই,
মনের নিভৃতে যে ঝড় বাসা বাঁধে
কেউ যে টের পায় না তার
তুষের আগুনের মত ধিকি ধিকি
জ্বলে-পুড়ে করে ছাড়খার !
জীবন কেন হয় না গো
শান্তির পারাবার-
কেন এত সুনামি ওঠে
জীবনে ভরে হাহাকার ।।
