জবাকুসুম
জবাকুসুম
জবাকুসুম সংকাশ উদয়াস্তে,
দ্বিপ্রাহরিক মূরতি স্বর্ণবর্ণ ,
তবসম কেহ পারে নাই ভালবাসতে ;
সুতপুত নহ; নহ গো তুমি সে কর্ণ ।
বীরগতি যার স্থিরমতি স্বীয় চিত্তে ;
স্কন্ধে তূণীর হস্তে লক্ষ্যভেদ,
শাশ্বত তব সৃষ্টি বিশ্ব বৃত্তে ;
ব্যাঞ্জনাময় শান্ত বক্ষবেধ ।
অলক্ষ্যে ললাটে চক্রবর্তী রেখা ;
নিয়তির মত দিয়াছে কর্মশক্তি,
ধর্মের বাণী; তাহাও ছিল সেথা লেখা ;
বিশ্বজনীন মানবতায় অনুরক্তি ।
রাখী বন্ধন ধর্ম নহেকো উৎসব ;
করিলে প্রচার বেদে নির্বেদ করি' ,
যজ্ঞাহুতির জবা কুসুমের শব ;
নতমস্তকে বক্ষে আমরা ধরি ।
