STORYMIRROR

Nityananda Banerjee

Classics Fantasy Others

4  

Nityananda Banerjee

Classics Fantasy Others

জৈবনিক

জৈবনিক

1 min
221

ডিপ্রেসনে ভুগছি বলে দোষ দিসনি ওরে,

বুকের ভেতর নিম্নচাপ উথলে ওঠে ওরে ।

একদিন তো যাবই চলে দু:খ কি বা তা'তে,

পড়বে মনে সকল কথা নিশুতি কোন রাতে ।

ভালো লাগে এই কোলাহল দেখে মহামিছিল,

তোমার বুকের সকল জ্বালা করব এবে শিথিল।

মেঘের দেশে তারার বেশে চাইব মিটিমিটি,

এই ধরণীর কলতানে পাঠিও আমায় চিঠি।

সভ্যতার এই নতুন ধারায় মিশতে লাগে ভালো,

ইচ্ছে করে আরো কিছুদিন জ্বালাই আরো আলো।

যাব যেদিন এখান থেকে সব কোলাহল পেরিয়ে,

সুযোগ বুঝে তারা হয়ে আসব আবার বেরিয়ে ।

জানি এ সব নয় সত্য; মিথ্যেটুকুই আসল,

হলাহলের এই দুনিয়ায় পণ্ড হবে কোলাহল ।


Rate this content
Log in

Similar bengali poem from Classics